Header Ads Widget

Responsive Advertisement

ডার্ক ম্যাটার কী? | What is Dark Matter? | 30minuteeducation

 


ডার্ক ম্যাটার কী?


ডার্ক ম্যাটার (dark matter) হচ্ছে এমন এক পার্টিকল (particle) যা আলোকে বিকিরণ করতে, শোষণ করতে, প্রতিসরণ বা প্রতিফলন করতে বা নির্গত করতে পারে না। 


যার কারণে এই সমস্ত বস্তুকে নির্ণয় (detect) করতে পারা যায় না। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমেও এই সমস্ত বস্তু ধরা পড়ে না। যার কারণে এই সমস্ত বস্তুর কোনও প্রভাব সরাসরি নজরে আসে না।




আরো পড়ুন: মহাবিশ্বের সূচনা | বিগ ব্যাং থিওরি | মায়াবী জগত



অ্যাস্ট্রোনমাররাই একমাত্র এই সমস্ত বস্তু অনুসন্ধান করে থাকেন। এই বিশ্বব্রহ্মাণ্ডে এগুলো আছে, তার উদাহরণ হলো অদৃশ্য তারকারাজি, নেবুলা (nebulae) , গ্যালাক্সীগুলো।



ডার্ক ম্যাটার কী? | What is Dark Matter? | 30minuteeducation



যেহেতু ডার্ক ম্যাটার অদৃশ্য, সেহেতু এটি বোঝানো বা বর্ণনা দেওয়ার সম্ভব নয় । বিগ ব্যাং (big bang) এর উপস্থিতি ঠিক পরেই, প্রায় 1.3 বিলিয়ন বছরের পূর্বে এই ডার্ক ম্যাটার- এর উৎপত্তি।



ডার্ক ম্যাটার কী? | What is Dark Matter? | 30minuteeducation




যেহেতু আমরা ডার্ক ম্যাটার চোখে দেখি নি, সেহেতু এর অবস্থান আমাদের কাছে অস্পষ্ট।

 তবে, যেভাবে আমরা বুঝতে গেলে বা এর উপস্থিতি সম্বন্ধে সন্দিগ্ধ হবো না, তা হলো এর গ্র্যাভিটি (gravity),

 অপর কারণ এরা হাইড্রোজেনের চেয়ে ভারী এবং এই ডার্ক ম্যাটার যেখানে অধিক, সেখানে স্পষ্টতই বোঝা যায়, যদিও দেখা যায় না।


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation

#twolearning #Dark_Matter #টুলার্নিং #two #learning #2learning #voiceofmuktar


Post a Comment

0 Comments